
শফিকুর রহমান ভোটে ফেল করবে | আফগানিস্তানের ভুমিকম্পে সাহায্য বাংলাদেশ
পিআর পদ্ধতি নির্বাচন ধানদবাজি ছাড়া কিছু না। এই নিয়ম শুধুমাত্র রাজনৈতিক দলের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য নয়। জামেয়াতের আমির শফিকুর রহমান ভোট পাবে না – এমনই বিতর্কিত মন্তব্য করেছেন গণপরিষদের নেতা তারেক। সাথে আরো জানাবো, আফগানিস্তানে ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহয়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। যা বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমানের মাধ্যমে আফগানিস্তানে পৌঁছাবে।
প্রথমে বলি, পিআর পদ্ধতিে নির্বাচন সম্পর্কে। বাংলাদেশের বিএনপি বাদে সব রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। সম্প্রতি জামায়াতে ইসলাম ও এনসিপি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজিত করবার জন্য বেশি জোর দিচ্ছে। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে এ বিষয়ে বোমা ফাটালেন গণপরিষদের নেতা তারেক ।
তারেক বলেন, পিআর পদ্ধতি নির্বাচন করলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আসলে এই পদ্ধতি নাকি জনগণের স্বার্থের বিপক্ষে। এভাবে নির্বাচন করলে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোরই সুবিধা হবে। জনগণের নয়। তিনি উদাহরণ হিসেবে বলেন,

পিআর পদ্ধতিতে নির্বাচন করলে স্বতন্ত্র পদ্ধতির কি হবে? আগে ডক্টর, মাওলানা সহ যে কেউই স্বতন্ত্র দাড়িয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারতো। পিআর পদ্ধতিে নির্বাচন হলে তাদের কি হবে? এর কোনো জবাব তাদের কাছে নেই।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের থেকেও জনপ্রিয় মুখ আছে। তিনি বলেন সাধারণ পদ্ধতিে নির্বাচন করলে শফিকুর রহমান, তাহেরি সহ অনকে কোনোদিনই পাশ করতে পারবেন না। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন করলে পাশ না করেও তারা সিট পেয়ে যাবেন। পিআর পদ্ধতি নির্বাচন ধানদবাজি ছাড়া আর কিছুই না। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই না।
এবিষয়ে নেটিজেনরা বলছেন, এতদিন শুধু বিএনপি বলছিলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাই না। কারণ তারা শেখ হাসিনার তৈরি করা জায়গায় বসতে চাই। কিন্তু এই তারেকের হঠাৎ করে কি হলো। যে সে বিএনপির শুরে শুর মিলিয়েছে। মনে হচ্ছে হওতো বিএনপির থেকে একটি সিট বরাদ্দ পেয়েছে। তাই হওতো হঠাৎ করে জায়েদ খানের মত উল্টো ডিগবাজি মারছে।

এবার বলি, আফগানিস্তানের ভুমিকম্পে বাংলাদেশের সাহায্য সম্পর্কে। আফগানিস্তানের ভুমিকম্পে ২২০৫ জন নিহত, হয়েছেন সাথে আহত হয়েছেন আরো অনেকে এবং ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি ভেঙে গেছে। এসব মিলিয়ে আফগানিস্তানে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যেন এই অবস্থা আরো খারাপের দিকে না যায় এজন্য বাংলাদেশ বন্ধু রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের পাশে দাড়িয়েছে।
আজ বাংলাদেশের আর্মির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের আর্মির বিশেষ একটি প্লেনে করে শুকনা খাবার, গুড়া দুধ,নুডলস, পানি,কম্বল, কাপড় সহ কয়েকটন প্রয়োজনীয় সমগ্র পাঠানো হয়েছে।
অনেকে বলছে আফগানিস্তান পাকিস্তানেই কেন এত ভুমিকম্প হচ্ছে? আসলে আফগানিস্তানে ভূমিকম্প বেশি হওয়ার মূল কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। দেশটি ইউরেশিয়ান টেকটোনিক প্লেট ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে ও সরে যাচ্ছে, ফলে মাটির নিচে প্রচণ্ড চাপ জমে যায়। যখন সেই চাপ হঠাৎ মুক্তি পায়, তখনই ভূমিকম্প ঘটে। অর্থাৎ, প্লেট টেকটোনিকের সংঘর্ষই আফগানিস্তানে ভূমিকম্পের প্রধান কারণ

Muslim Observer