
ইসলাম সবচেয়ে খারাপ ধর্ম? হিন্দু থেকে মুসলিম হওয়ায় হুমকি!
ভারতে একজন হিন্দু ব্যক্তি মুসলিম হবার কারণে হিন্দুরা এসে তাকে হুমকি দিচ্ছে? হিন্দুদের ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করাচ্ছে? আসল বিষয়টি কি তা জানাবো। এদিকে save Bangladesh hindus বলে একটি x handle থেকে ক্রমাগত ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননা মুলক পোস্ট করছে? ইসলাম ধর্ম আসলে জ*ঙ্গি*দের ধর্ম। এতে কোনো সন্দেহ নেই। এমন নানা অবমাননামুলক পোস্ট করছে।
Voice of Bangladeshi Hindus বলে, একটি টুইটার বা x handle থেকে ক্রমাগত মুসলমানদের সম্পর্কে ঘৃণা ছড়াচ্ছে। তাদের একাউন্ট থেকে পোস্ট দিচ্ছে ইসলাম একটি টেরোরিস্ট ধর্ম – এতে কোনো সন্দেহ নেই। শুধু একবার নয় বার বার একই পোস্ট দিচ্ছে তারা।
তাদের x handle দেখলে বোঝা যায় এটি আসলে বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে না। মুলত ভারতের উ*গ্র হিন্দুরা এই কাজটি করছে। তাদের পোস্টের মুল বিষয় মুসলমানদের সম্পর্কে মিথ্যা গুজব ছড়ানো। বিদ্বেষ ছড়ানো। ক্রমাগত উদ্দেশ্য প্রাণিতভাবে ইসলাম সম্পর্কে গুজব ছড়াচ্ছে তারা।
১৯৪৭ সালে ধর্ম অনুযায়ী দেশ ভাগ ছিলো ব্যর্থ সিদ্ধান্ত ?

পোস্টের কমেন্ট সেকশনে গেলে দেখা যায় – অধিকাংশও ভারতীয়। যারা কমেন্ট ইসলাম ধর্ম সম্পর্কে আরো খারাপ মন্তব্য করছে। কথা হলো, অবশ্যই বাংলাদেশে কোনো কোনো জায়গায় হিন্দুদের ওপর হামলা হতে পারে। হিন্দুদের বিভিন্ন অধিকার থাকতে পারে। তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে কিন্তু তারা বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে কথা না বলে। এই একাউন্ট গুলো শুধুমাত্র গুজব ছড়ানোর জন্য কাজ করছে।
এভাবে গেলে হিন্দুদের সম্পর্কে মুসলমানদের মনে, আরো বিদ্বেষ জন্মাবে, ভালোবাসা জন্মাবে না। এতে বাংলাদেশে থাকা হিন্দুদের আরো ক্ষতি হবে বরং ভালো হবে না। আসলে এরা মোদির IT সেলের হয়ে কাজ করে এরা বাংলাদেশের সাধারণ হিন্দুদের নিজেদের ক্ষমতা থাকার উদ্দেশ্য ব্যবহার করছে।
এরা মুসলমানদের বিপক্ষে ঘৃণা ছড়ানোর কাজ করে, হিন্দুদের ভালো প্রমাণ করে। এতে তারা মুলত গুজব ও মিথ্যা ভুয়া, খবর ব্যবহার করে। এভাবে হিন্দু মুসলিম খেলা করে মোদিকে ক্ষমতায় রাখার অপচেষ্টা করছে।
তাদের কাছে ভারত ও বাংলাদেশে হিন্দুরা বিপদে রয়েছে। কাদের হাতে, মুসলমানদের হাতে। মুসলমানেরা হিন্দুদের ওপর অত্যাচার করছে। আর এইসব জঙ্গি মুসলমানদের হাত থেকে একমাত্র নরেন্দ্র মোদিই হিন্দুদের সুরক্ষা দিতে পারবে?
এরই অংশ হিসেবে ভারতে মুসলমানদের ওপর অত্যাচার করছে মোদি সরকার। RSS, গুরুর রক্ষক বলে কিছু উ*গ্র হিন্দুত্ববাদী সংগঠন গুলো মুসলমানদের খুজে খুঁজ বের করে অত্যাচার করছে।

এমনই একঘটনা ঘটেছে ভারতের বিহারে, যেখানে একজন হিন্দু যুবক মুসলমান হয়ে গেছে। তার নাম ছিলো জয় কুমার এখন নাম পরিবর্তন করে রেখেছেন।এমন খবর প্রকাশ করেছে th Muslim new। এখন তারবাড়ি RSS এর সদস্য এসে তাকে বোঝানোর চেষ্টা করছে। যে সে কেন মুসলিম হলো? ইসলাম তো দুনিয়ায় সবচেয়ে খারাপ ধর্ম। তোকে কে ব্রেনওয়াস করেছে তার নাম বল।
কিন্তু সেই মুসলিম হয়ে যাওয়া যুবক বলছে – আমাকে কেউ ব্রেনওয়াস করেনি। আমি নিজে থেকেই ইসলাম ধর্মে গ্রহণ করেছি। তখন ওই হিন্দু বলে, জয় শ্রী রাম বল। একবার জয় শ্রী রাম বললে কি হবে? কিন্তু ওই যুবক তা মানা করে দেয়।
উল্লেখিত এর আগে তিনি মুসলমান হয়ে নিজেকে গর্বিত মনে করছেন। তাই তিনি একটি ভিডিওর মাধ্যমে তার ছোট শিশুকে কালেমা পাঠ করাচ্ছেন। এই ভিডিও দেখার পর থেকে হিন্দু সংগঠন গুলো ওই সদ্য মুসলিম হওয়া যুবকের পেছনে উঠে পড়ে লেগেছে ।
Hridoy Observer – ইসলামের কথা বলে https://www.youtube.com/channel/UCkBW3f-Mt8ht1EhXTrRFwag