
ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞের মধ্যেও ইফতার! শেখ মুজিবের মূর্তি পেটানোর ভিডিও ভাইরাল
ধ্বংসপ্রায় মসজিদের ওপর ফিলিস্তিনিরা করলেন ইফতার, ভাইরাল ভিডিও। আবারও ফিলিস্তিনিদের বুকে ইসরায়েলের বিমান হামলা, মৃত্যু ও হতাহতের সংখ্যা জানা গেলো। এদিকে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে সাধারণ জনগণের জুতা পেটা, কিন্তু কেন?
প্রথমে আসি বর্তমানে ফিলিস্তিনের অবস্থা নিয়ে। গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত ফিলিস্তিনিদের লক্ষ্য করেই তাদের ওপর আকাশ থেকে ভয়াবহ বোমা বর্ষণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। এবারের হামলা এতটাই ধ্বংসাত্মক ছিলো যে এতে হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহত হয়েছেন প্রায় ৩৫০ জন ফিলিস্তিনি, যার মধ্যে বহু শিশু ও নারী রয়েছেন।
এটাই হলো বর্তমানে ফিলিস্তিনের অবস্থা। এই ভয়াবহতার মধ্যেই ফিলিস্তিনিরা রমজান মাস পালন করছে। আর এই কঠিন সময়ে একটি ইফতারের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ধ্বংসপ্রায় একটি মসজিদের ওপর কিছু ফিলিস্তিনি ইফতার করছেন। যা দেখে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের জনগণ নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

অনেকে বলছেন, “কীভাবে আল্লাহর ঘর মসজিদ ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, অথচ অন্য মুসলিম দেশগুলো তা চুপচাপ দেখছে?” কেউ কেউ বলছেন, “মুসলিম উম্মাহর উচিত এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো।”
এদিকে আরও একটি সংবেদনশীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে কিছু সাধারণ জনগণ জুতা দিয়ে আঘাত করছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করে মূর্তিতে আঘাত করছেন। তাদের চেহারায় যেন আজীবনের রাগ-ক্ষোভ ফুটে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জনগণের মধ্যে দুই ধরনের মতামত তৈরি হয়েছে। ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞের মধ্যেও ইফতার! শেখ মুজিবের মূর্তি পেটানোর ভিডিও ভাইরাল
✔ এক পক্ষ বলছে, “যেমন কর্ম, তেমন ফল। শেখ হাসিনার কারণে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এমনটি করছে।” “মরে গিয়েও শেখ মুজিবুর রহমানকে শান্তি দিলো না তার মেয়ে।
আরেক দল বলছে, “হ্যাঁ, হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের ক্ষোভ ছিলো, কিন্তু এখন আর এসব করার দরকার কী?”
আপনার মতামত কী?
ফিলিস্তিনে চলমান হামলা, মসজিদ ধ্বংসের মধ্যেও ইফতার এবং শেখ মুজিবুর রহমানের মূর্তির প্রতি ক্ষোভ এই তিনটি ঘটনা নিয়ে আপনি কী ভাবছেন?
আপনার মতামত কমেন্টে জানান!