
ভারতে মসজিদ দখল করলো একটি সংগঠন!
ভারতে মসজিদে দখল করেছে একটি সংগঠন। তারা একটি মসজিদে জোরপূর্বক প্রবেশ করে, মসজিদের মিনারে, জয় “শ্রী রাম লেখা “গেরুয়া পতাকা উত্তলন করে। ৮০-১০০ জন একসাথে দখল করে নেই মসজিদটি এবং বিজয় উদযাপন করতে থাকে।
ঘটনাটি ঘটেছে ১ আগস্ট, ভারতের – ইয়াভাত গ্রাম, দাউদ তালুক, পুনে, মহারাষ্ট্র। ভারতের জনপ্রিয় মিডিয়া সাইট ” দ্যা মুসলিম ” এই খবরটি প্রকাশ করেছে। “দ্যা মুসলিম ” তাদের x handle এ একটি ভিডিও শেয়ার করে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে- কিভাবে একটি মসজিদ দখল করে, “জয় শ্রী রাম “স্লোগান দিয়ে বিজয় উদযাপন করছে ১০০ জনের মতন জনগণ।
দ্যা মুসলিম নিউজ সাইটটি – দাবি করেছেন, ঘটনাটি পরিকল্পিত ভাবে ঘটনা হয়েছে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে। একটি মসজিদ মুসলমানদের কাছ থেকে দখল করা অতটা সহজ নয়। সাথে একসাথে প্রায় ১০০ জন মানুষ মসজিদে হামলা করে।
আলেম সমাজ কি ভুল করছেন – ইলিয়াস হোসেইন?

তারা দাবি করে, এই ঘটনাটির পেছনে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “আরএসএস, গোরক্ষক দল,বজরঙ্গদল, ” জড়িত রয়েছে। যাদের মুল লক্ষ্য ভারতে হিন্দুদের একক রাজত্ব কায়েম করা।
ঘটনা ঘটার পর উক্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। কিছু মুসলিম স্থানীয় থানায় মামলা করেছেন। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো কার্যকর ভুমিকা পালন করতে পারিনা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ” উক্ত ঘটনার সাথে পুলিশেরও যোগ সাদৃশ রয়েছে।
উক্ত থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে গণমাধ্যম যোগাযোগ করলে, পুলিশ এই দাবি অস্বীকার জানায় সাথে তারা উক্ত ঘটনার যথা উপযুক্ত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। ভারতে মসজিদ দখল করলো একটি সংগঠন!
যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা এখনো পর্যন্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এখনো তাদের বিপক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মধ্যে একজন বলেন, উক্ত মসজিদ টি নাকি সরকারি জমিতে অবস্থিত ছিলো। সাথে ওই মসজিদে নামাজ আদায় করা অধিকাংশ ব্যক্তিই বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে এসেছে। এজন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছে।
ফিলিস্তিন থেকে ভাইরাল সর্বশেষ নিউজ!

ভারতের জনপ্রিয় মিডিয়া সাইট ” কালকাতা টিভি ” একটি পোস্টে বলেন – শেখ হাসিনা ভারতে পালানোর পর ভারতে থাকা বাংলাদেশী মুসলমানদের ধরে ধরে বাংলাদেশে পুশ ইন করছে ভারত। এই পুস ইন কার্যক্রমে, মুলত যারা বাংলায় কথা বলছে ও মুসলিম তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে মোদি প্রশাসন।
বর্তমানে বাংলাদেশ যেন ভারতের কাছে দুই চোখের বিষ হয়ে গেছে। এই কার্যক্রম চালানোর সময়, অনেকে ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও শুধু মাত্র মুসলিম হবার দায়ে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে।
এই কার্যক্রমে ভারত, তাদের নিজের দেশের মুসলমানদের পর্যন্ত বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কিন্তু তারপরও ভারতে পালিয়ে থাকা, বাংলাদেশের আ.লীগের নেতাদের কেন? বাংলাদেশে পাঠাচ্ছে না? তারা কি বাংলাদেশী না?
তারা কি মুসলমান না? নাকি তারা ভারতীয় সাথে হিন্দু! ব্যাপার টা অনেকে বুঝতে পারছে না। আর এদিকে ভারতে মুসলমানদের মসজিদ দখল করবার ঘটনাটি। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বাংলাদেশী পরিচয় দিয়ে ভারতের মুসলমানদের মলিন করে দেবার পরিকল্পনা।

এমন ঘটনা ভারতে অহরহ ঘটে চলেছে। কিন্তু তারপরও ভারতের মিডিয়া ও বাংলাদেশের মিডিয়া এসব ঘটনা তুলে ধরছে না। তার মানে বাংলাদেশে এখনো ভারতীয় অধিপত্য কায়েম রয়েছে। বাংলাদেশের জনগণ এখনো তাদের অধিপত্য থেকে বেরিয়ে আসছে পারিনি।
একবার চিন্তা করেন, যদি বাংলাদেশের আলেম সমাজ – কোনো মন্দির এভাবে দখল করে, মন্দিরের মিনারে কালেমার পতাকা ঝুলিয়ে দিতো। তাহলে কি হারে ভারতের মিডিয়া নিউজ প্রকাশ করতো।
ভারতের মিডিয়া ছাড়েন, বাংলাদেশের মিডিয়ায় মুসলমানদের উগ্র, জঙ্গি এমন নানা তকমা দিয়ে নিউজ হেডলাইন করতো। একবার ভাবেন, বাংলাদেশের মিডিয়া সাইটে যারা কাজ করেন সাথে যারা মালিক তারাও কিন্তু মুসলমান কিন্তু তারা অন্যের দালালি করি, কিছু টাকার জন্য।

এদিকে বাংলাদেশের কিছু জনগণ হিন্দুদের কত খারাপ ভাবি। তারপরও তাদের মধ্যে আমাদের থেকেও কত একতা। যারফলে আজ বিশ্বে মুসলমানদের অবস্থা করুণ। আর ওপর দিকে, যেকোনো জাতি হোক না কেন?হোক সে বড় বা ছোট কিন্তু তাদের ওপর কেউ অত্যাচার করতে পারে না।
বাংলাদেশের মিডিয়া গুলো নিউজ করুক বা নাই করুক। কিন্তু Hridoy Observer সবসময় করবে। Hridoy Observer নিউজ সাইট টি মুলত তৈরি করা হয়েছে মুসলমানদের কথা সবার সামনে তুলে ধরবার জন্য। ভারতে মসজিদ দখল করলো একটি সংগঠন!
Hridoy Observer – দেশ ও ইসলামের কথা বলে। সবাই Hridoy Observer এর সাথেই থাকুন।