
মুসলিমদের ওপর নির্যাতন ! ফিলিস্তিনে গণহত্যা, ভারতে অত্যাচার, পাকিস্তানে হত্যা?
মুসলিমদের ওপর নির্যাতন ..ধ্বংস প্রাই মসজিদের ওপর ফিলিস্তিনিরা করছেন ইফতার। ভাইরাল হল সেই ভিডিও। আবারো ফিলিস্তিনির বুকে বিমান হামলা করেছে ইসরায়েল , মৃত্যু ও হতাহতের সংখ্যা জানাগেলো। এদিকে শেখ মুজিবুরের মূর্তিতে জুতা পিটা করেছে সাধারণ জনগণ জনগণ। কিন্তু কেন?
সাথে থাকছে ভারতে হলির সময় কয়েকজন উগ্রহিন্দু একজন মুসলিমকে মাথায় ইট দিয়ে মেরে থেতলে দিলো। জানাবো সে সম্পর্কেও। সাথে আরও থাকছে ভারতে যুবক টুপি পরাই তাকে মারধর। বলছে পাকিস্তানে গিয়ে টুপি পাঞ্জাবি পর। ভারতে এসব চলবে না। এদিকে পাকিস্তানে ইসলামী স্কলারদের টার্গেট করে করে কে বা কারা হত্যা করছে।
প্রথমে বলি বর্তমানে ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে। গাজায় আবারো ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। মুলত ফিলিস্তিনিদের লক্ষ করে তাদের ওপর আকাশ থেকে বোমা ফেলছে ইসরায়েল। আর এবার হামলা এত ভয়াবহ ছিলো যে এই হামলায় হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছে। নিহত হয়েছে প্রায় ৩৫০ জন ফিলিস্তিনি। যার মধ্যে ছিলো শিশু ও নারী।

এই হল বর্তমানে ফিলিস্তিনির অবস্থা। আর এই অবস্থায় রমজান মাস পালন করছে তারা। আর এই রমজান মাসের একটি ইফতার করবার ভিডিও ভাইরাল হয়েছে সোসিয়াল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি ধ্বংস প্রায় মসজিদের ওপর ইফতার করছে কিছু ফিলিস্তিনিরা। যা দেখে অন্য মুসলিম দেশের জনগণ বিভিন্ন মন্তব্য করছেন। অনেকে বলছে কিভাবে আল্লাহর ঘর মসজিদ ভেঙে চুরমার করছে ইসরায়েল। আর অন্য মুসলিম দেশগুলো তা চেয়ে চেয়ে দেখছে।
এদিকে ভারতে দিন দিন মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন বেড়েই চলেছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিছু উগ্র হিন্দু যুবক একজন মুসলমানকে মারধর করছে। সাথে ভিডিও করছে। তাতেও শান্তি না হওয়ায় তাদের মধ্যে একজন আস্ত একটি ইট দিয়ে ওই মুসলিম যুবকের মাথায় আঘাত করে মাথা থেতলে দিয়েছে। যা ভারত জুড়েই চরম সমালোচনার জন্ম দিয়েছে।
এদিকে এমনই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে। মুসলিম হবার অপরাধে ৩ মুসলিম কিশোরকে নির্মমভাবে মlরধর করছে উগ্র হিন্দুত্ববাদী কিছু যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারোর একটি পেট্রোল পাম্পে
মাথায় টুপি পরা দেখতে পেয়ে মুসলিম হিসেবে চিহ্নিত করে প্রথমে এক কিশোরের মাথার টুপি খুলে নেয় এক উগ্রহিন্দুত্ববাদী। বাকবিতণ্ডা এবং কথা কাটাকাটি করার চেষ্টা করেও যখন ব্যর্থ হয়, তখন কোন কারণ ছাড়াই তাদের তিনজনকেই নির্মমভাবে পেটাতে শুরু করে চরমপন্থীরা।
এসময় তাদের গালিগালাজ করে বলে, ❛তোদের সবাইকে পাকিস্তানে চলে যেতে হবে, না হলে আমরা সবাইকে মেরে ফে’ল’ব।❜ তারা আরো বলে টুপি পাঞ্জাবির স্থান ভারতে হবেনা। এসব পরতে হলে পাকিস্তানে যা। না গেলে এমন অত্যাচার নির্যাতন বাড়তেই থাকবে। দরকার হলে মেরে ফেলবো তোদের। কেউ ঠেকাতে আসবে না। অর্থাৎ মুসলমানদের জায়গা হিন্দুস্তানে হবে না।মুসলিমদের ওপর নির্যাতন
এদিকে খবর বেরিয়ে আসছে যেখানে শুনা যাচ্ছে। পাকিস্তানে বিশিষ্ট ইসলামি স্কলারদের টার্গেট করে করে এক এক করে হত্যা করছে কে বা কারা। এবার তাদের শিকার হয়েছেন পাকিস্তানের আরেক ইসলামিক স্কলার।

পাকিস্তানের কোয়েটা বিমানবন্দরে জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) শীর্ষ নেতা মুফতি আবদুল বাকি নূরজাই অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। গত ১৬ মার্চ রবিবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং স্থানীয় পুলিশ ইতিমধ্যে এ হামলার তদন্ত শুরু করেছে।
চলতি মাসেই কয়েক ডজন স্কলারকে হত্যা করা হয়েছে। কারা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে, এমন সব উদ্বিগ্নতার সহিত আরো অনেক গুরুতর কিছু প্রশ্ন উত্থাপিত হচ্ছে, যার সমীকরণ মেলানো বেশ জটিল।
সাথে সাথে আরো খবর বেরিয়ে আসছে যেখানে দেখা যাচ্ছে। শেখ মুজিবুর রহমানের মুর্তিতে কিছু সাধারণ জনগণ জুতা পিটা করছে। এই ভিডিও টি সোসিয়াল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে। তাদের জুতা পিটা করার দৃশ্য দেখে মনে হচ্ছে আজীবনের রাগ তুলছে। এ ভিডিও নিয়ে জনগণের মতামত দুই রকম। কেউ কেউ বলছে যেমন কর্ম তেমন ফল।
আবার কেউ কেউ বলছে মেয়ের দোষে আবার আজ এই অবস্থা। মরে গিয়েও জুতা পিটা খেতে হচ্ছে। আবার অনেকে বলছে তার মতন মানুষকে এভাবে জুতা পিটা করা ঠিক হয়নি। হ্যা মানছি হাসিনা পালানোর পর তার ওপরে রাগ ক্ষোভ ছিলো তাই অনেক কিছু করেছি। কিন্তু এখন আর এসব করার দরকার কি।
মুসলিমদের ওপর নির্যাতন ! ফিলিস্তিনে গণহত্যা, ভারতে অত্যাচার, পাকিস্তানে হত্যা? তো দর্শক আপনার মতামত কি।