
বাংলাদেশ বনাম পাকিস্তান ৫৪ বছর পর কে এগিয়ে?
আসলে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে বাংলাদেশের ক্ষতি হয়েছে নাকি লাভ। পাকিস্তান আয়তনের দিক থেকে বাংলাদেশের থেকে বড় ও জনসংখাও তাদের বেশি। চলুন, তুলনা করে দেখি দুই দেশের অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান সম্পর্কে। এতদিন পর কোন দেশ এগিয়ে রয়েছে।

প্রথমর বলবো জনসংখ্যা ও আয়তন সম্পর্কে। বাংলাদেশ বনাম পাকিস্তান:৫৪ বছর পর কে এগিয়ে?
বাংলাদেশ:
আয়তন: প্রায় ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
জনসংখ্যা: প্রায় ১৭ কোটি (১৭০ মিলিয়ন)
জনঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১,১৫০+ জন
পাকিস্তান:
আয়তন: প্রায় ৮,৮১,৯১৩ বর্গকিলোমিটার
জনসংখ্যা: প্রায় ২৪ কোটির (২৪০ মিলিয়ন) কাছাকাছি
জনঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে প্রায় ২৭০+ জন
তুলনামূলক বিশ্লেষণ
আয়তনের দিক থেকে পাকিস্তান বাংলাদেশের চেয়ে প্রায় ৬ গুণ বড়। জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বাংলাদেশের চেয়ে প্রায় ১.৪ গুণ বেশি।
এই তথ্য থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের থেকে পাকিস্তানের মোট আয়, মোট ব্যয়, রপ্তানি, আমদানি, ব্যবসা বাণিজ্য বাংলাদেশের থেকে বেশি হবে তাই না? জাতিসংঘ কেন ফিলিস্তিন সংকট মোকাবেলায় ব্যর্থ

চলুন এবার পাকিস্তান ও বাংলাদেশের মোট জিডিপি কাদের কত তা দেখি। জিডিপি দিয়ে বোঝা যায়, একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী বা দুর্বল। অর্থাৎ, সেই দেশ কতটা পণ্য তৈরি করেছে, কতটা সেবা দিয়েছে এবং তার আর্থিক মূল্য কত।
দৈনিক যুগান্তর, অনুযায়ী বাংলাদেশের ২০২৩-২৪ অর্থ বছরে মোট জিডিপি পরিমাণ হল ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ৩৫ তম।
ওপর দিকে পাকিস্তানের মোট জিডিপি মাত্র ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীতে যার অবস্থান ৪২ তম। অর্থাৎ বাংলাদেশের থেকে ৬ গুন বড় দেশ হবার পরেও বাংলাদেশের থেকে ৭ কোটি জনসংখ্যা বেশি হবার পরেও বাংলাদেশের থেকে ১১২ বিলিয়ন মার্কিন ডলার পিছিয়ে রয়েছে।
বর্তমানে পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক গরিব দেশ। এখন বাংলাদেশ, আমার দেশ, আমাদের দেশ পাকিস্তানের থেকে অনেক উন্নত দেশ। এখন আমরা পাকিস্তান বড় ভাই।
এবার চলুন পাকিস্তান ও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সম্পর্কে জানি। কোন দেশের মানুষ বেশি ধনী। কোন দেশের মানুষ বেশি টাকা আয় করে তা সম্পর্কে জানি। বাংলাদেশ বনাম পাকিস্তান:৫৪ বছর পর কে এগিয়ে?
বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় দৈনিক বাংলা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ২৭৮৪ মার্কিন ডলার। অন্যদিকে পাকিস্তানের জনগণের মাথা পিছু আয় বাংলাদেশের থেকে অনেক কম।

পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় মাত্র ১৫৮৭ মার্কিন ডলার। তাহলে বোঝেন বাংলাদেশের জনগণ থেকে পাকিস্তান কত পিছিয়ে।
চলুন এবার দেখি, এই যে দুই দেশের অবস্থা এই অবস্থা থেকে কত শতাংশ হারে দেশ গুলো উন্নত হচ্ছে। আপনি জানলে অবাক হবেন। পৃথিবীর সবচেয়ে ধনী ৫ জন ব্যক্তি ২০২৫!
হিন্দুস্তান টাইম বাংলা অনুযায়ী, বাংলাদেশের এই উন্নতির অবস্থা ৫.৮ শতাংশ অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে। ওপে দিকে পাকিস্তানের ওই মন্দা অবস্থা থেকে তারা উন্নতি করছে মাত্র ০.২ শতাংশ হারে। বাংলাদেশ বনাম পাকিস্তান:৫৪ বছর পর কে এগিয়ে?
অর্থাৎ বাংলাদেশ আজ কে যে অবস্থানে রয়েছে। পাঁচবছর পরে আরো অনেক এগিয়ে যাবে। কিন্তু পাকিস্তানের উন্নতির রেখা কচ্ছপের চেয়েও ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ বড় ভাই। কয়েক বছর পর বাংলাদেশ, পাকিস্তানের বাপ হয়ে যাবে।
এবার চলুন দেখি, প্রত্যেক বছর বাংলাদেশ কত বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে ও পাকিস্তান কত করে –
বিবিসি বাংলা অনুযায়ী, বাংলাদেশ ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি করেছে ৫৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। ওপর দিকে পাকিস্তানের রপ্তানির পরিমাণ মাত্র ৩৫ বিলিয়ন মার্কিন ডলার

চলুন এবার দেখি, কাদের কত বিলিয়ন ডলার রিজার্ভে আছে
বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.১৫ বিলিয়ন ডলার। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ১৩ এপ্রিল ২০২৫ তারিখে জানিয়েছেন।
অপরদিকে পাকিস্তানের বর্তমান রিজার্ভ টেনেটুনে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার। কোথায় বাংলাদেশ, কোথায় পাকিস্তান। তারপরও হাসিনা যে হারে রিজার্ভ চুরি করেছে। তা নাহলে বাংলাদেশের রিজার্ভ এখন ৫০ বিলিয়ন মার্কিন ডলার হত।
এবার চলুন বাংলাদেশের মুদ্রা টাকার ডলারের সাথে বিনিময় হার বা ডলার রেট কত?
বিবিসি তথ্য অনুযায়ি, বর্তমানে ১ মার্কিন ডলার সমান বাংলাদেশী ১২০ টাকা। আর আপনি জানলে অবাক হবেন ১ মার্কিন ডলার সমান পাকিস্তানের ২৭৮ রুপি। তাহলে বোঝেন কোথায় বাংলাদেশ আর কোথায় পাকিস্তান।
ওয়াকফ বিল কী? কেন এই বিল বিতর্কিত?

বাংলাদেশের প্রায় ১০০ শতাংশ ঘরে বিদ্যুৎ সুবিধা আছে। অপরদিকে পাকিস্তানের প্রায় ২৫ শতাংশ ঘরে কোনোদিন বিদ্যুতের আলো পর্যন্ত পৌঁছায়নি।
বাংলাদেশের দরিদ্রতার হার ১০.৪৪ %। অপরদিকে পাকিস্তানের দরিদ্রতা৷ হার ৩৯.৪ % শতাংশ। বাংলাদেশের জনগণের থেকে পাকিস্তানের জনগণ অনেক গরিব।
বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৩ বছর। আর পাকিস্তানের জনগণের গড় আয়ু মাত্র ৬৬ বছর। অর্থাৎ পাকিস্তানের মানুষের থেকে বাংলাদেশের মানুষ ৭ বছর বেশি বাঁচে। বাংলাদেশ বনাম পাকিস্তান:৫৪ বছর পর কে এগিয়ে?
এখন আসা যাক ধর্ম নিয়ে। অনেকে ভাবেন পাকিস্তানের মানুষ বেশি ধর্ম ভিরু। তারা বেশি আল্লাহর মানে। তারা বেশি নামাজ কালাম পড়ে। কিন্তু আপনি জানলে অবাক হবেন। বাংলাদেশের চেয়ে পাকিস্তান ৬ গুন বড় দেশ ও মুসলিম জনসংখ্যা বেশি হলেও।
পাকিস্তানের চেয়ে বাংলাদেশে মসজিদের সংখ্যা বেশি। অর্থাৎ বাংলাদেশের জনগণ বেশি মসজিদে আল্লাহর ইবাদত করতে যায়, পাকিস্তানের জনগণের তুলনায়। বাধর্ম পতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ৩ লাখ ৩১ হাজার ১২৫ টি মসজিদ রয়েছে।

অপরদিকে পাকিস্তানে কত মসজিদ রয়েছে। সে সম্পর্কে তাদের সরকার কোনো তথ্য সংগ্রহ করেনি। এথেকে বোঝা যায়, তাদের ধর্মীয় মন্ত্রী থেকে বাংলাদেশের ধর্মমন্ত্রীর অবস্থান ভালো।
অনেক বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে মসজিদের সংখ্যা প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মসজিদ রয়েছে। যাইহোক এটি নিশ্চিত যে বাংলাদেশে পাকিস্তানের চেয়ে বেশি মসজিদ আছে।
তাহলে এই তথ্য অনুযায়ী বলা যায়, বাংলাদেশ বর্তমানে ধর্মীয় দিক দিয়ে হোক, উন্নতির দিক দিয়ে হোক সব দিক দিয়ে পাকিস্তানের চেয়ে অনেক উন্নত। তাই আমরা এখন পাকিস্তানের সাথে মিল করবার চেষ্টা করবো না বরং পাকিস্তান আমাদের সাথে মিল করবার জন্য চেষ্টা করবে।
ফিলিস্তিন সংকট: দায় কার- ইসরাইল নাকি আরব বিশ্ব?
কারন পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে আছে। বর্তমানে শুধু সামরিক সহ খুবই নগন্য কিছু বিষয়ে পাকিস্তান থেকে পিছিয়ে আছে। তাছাড়া সবদিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ও উন্নত দেশ।

এখন আর বলতে কোনো বাধা নেই যে, বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে অনেক শান্তিতে আছে। যদি আজ আলাদা না হত হওতো, বর্তমানে পাকিস্তানের চেয়েও অনেক ভয়ংকর রুপ হত বাংলাদেশের। বাংলাদেশের মানুষ খেতে পারতো না। বাংলাদেশ বনাম পাকিস্তান:৫৪ বছর পর কে এগিয়ে?
অনেক রিসার্চ করে এই প্রতিবেদনটি বানিয়েছি। আশা করি সবাই বাস্তবতা সম্পর্কে জানতে পেরেছো। সবাই বাংলাদেশ কে ভালো বাসুন। ভারত ও পাকিস্তানের দালালি থেকে বের হয়ে আসুন। আমরা স্বাধীন বাংলাদেশ।
যদি মনে হয় প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যও নিচের শেয়ার অপশন থেকে ছড়িয়ে দিন,আপনার পছন্দের জায়গায়।
Hridoy Observer – ইসলামের কথা বলে