
রাজধানীতে বিরল প্রজাতির চাঁদাবাজ!
রাজধানীতে বিরল প্রজাতির চাঁদাবাজ! রাজধানীর ধানমন্ডিতে এক বিরল প্রজাতির চাঁদাবাজ আবিষ্কার হলো। ভিডিও করা দেখে চাঁদাবাজ বলছে ছবি ভালো উঠেছে। সেই ভিডিও হল ভাইরাল। সাথে জানাবো সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ভাইরাল পোস্ট সম্পর্কে। যেখানে হাসিনা ও তার ছেলে জয়ের বর্তমান অবস্থা নিয়ে ইলিয়াস হোসেইন নিচ্ছেন সেই আকারে মজা। চলুন প্রথমে বলি চাঁদাবাজ সম্পর্কে।
বাংলাদেশে খাবারের অভাব থাকলেও চাঁদাবাজের অভাব নেই। রাস্তাঘাট, দোকান পাট সবজায়গায় তাদের খুঁজে পাবেন । এবার ধানমন্ডির রাস্তায় এক স্টাইলিশ চাঁদাবাজের সন্ধান পাওয়া গেলো। ধানমন্ডির রাস্তায় একটি প্রাইভিট কার থামিয়ে তাদের থেকে চাঁদা নিচ্ছিলো ওই চাঁদাবাজ।
তখন ওই ভুক্তভোগী বলছে তুই আমাদের সাথে মাস্তানি করছিস । ওই চাঁদাবাজ বলছে হ্যা মাস্তানি করছি তো। কোনো সমস্যা। তখন ও ভুক্তভোগী বলে চাঁদাবাজি করছিস, মাস্তানি করছিস তো সমস্যা হবে না। এগুলো কি ঠিক। আমি রাস্তার ওপর গাড়ি রেখেছি তার জন্য তুই চাঁদা নিচ্ছিস। আমি তোরে দেখতেছি।

তখন ওই চাঁদাবাজ সেই আকারে পাট নিয়ে বলছে। তুরা আমার একটা চুল পর্যন্ত বাকা করতে পারবি না। ভাবা যায়। চাঁদাবাজের কি কনফিডেন্স দেখুন। কি স্টাইলে বলছে তুরা আমার একটি চুল পর্যন্ত বাকা করতে পারবি না। এমনকি ভিডিও করছে বলে নিজের চুল পর্যন্ত স্টাইলিশ করছে যাতে তার চেহারা ভিডিওতে সুন্দর দেখায়। ভাই কি লেভেলে সাহস ওর, সবার সামনে প্রকাশ্যে এসব করছে। রাজধানীতে বিরল প্রজাতির চাঁদাবাজ!
তারপরও যদি বলে তার পেছনে কোনো রাজনৈতিক দলের হাত নেই। তাহলে সেটি মটেও বিশ্বাসযোগ্য নই। নিশ্চিত ভাবে ও জানে আমার বালও ছিড়তে পারবে না কেউ। যদি পুলিশে ধরেও ওদের রাজনৈতিক বাপ আবার ওদের জামিনে মুক্ত করে আনবে।
এই ভিডিও ভাইরাল হবার পর এই অদ্ভুত প্রজাতির চাঁদাবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এখন দেখার বিষয় সত্যিই কি, এই অদ্ভুত টোকাই চাঁদাবাজ জামিনে বের হয়ে আসে কিনা।
বাংলাদেশ বনাম পাকিস্তান:৫৪ বছর পর কে এগিয়ে?

এবার আসি, ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্ট সম্পর্কে। বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেইন তো বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি নিয়ে পোস্ট করতেই থাকে। কিন্তু এবার তিনি স্বৈরাচার হাসিনার ছেলে জয় কে নিয়ে এটি পোস্ট করেছেন।
যেখানে দেখা যাচ্ছে, হাসিনার নাদুস নুদুস ছেলে জয়ের অবস্থা বর্তমানে একেবারেই নাজেহাল। চেহারার বারোটা বেজে গেছে। আর এমন একটি ছবি ফেসবুকে শেয়ার করে ইলিয়াস হোসেন ক্যাপশনে লিখেছেন। তেল গেলে ফুরাইয়া বাত্তি যায়… বলে বাকি অংশ টুকু আর বলেনি। আর সাধারণ জনগণ তো জানেই পরের টুকু কি হবে। পরের লাইন হবে বাত্তি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া। রাজধানীতে বিরল প্রজাতির চাঁদাবাজ!

আসলে ইলিয়াস হোসেন এই পোস্টের মাধ্যমে বোঝাতে চাইছে। বাংলাদেশ থেকে জয় অবৈধ টাকা তো আর পাচ্ছে না। তাই টাকার অভাবে জয়ের তেল ফুরিয়া গেছে। তাই চেহারার অবস্থা এমন লাজুক হয়ে যাচ্ছে দিন দিন। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন। জয়ের নিজে কিছু করার ক্ষমতা নেই।
বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে তার মা স্বৈরাচার হাসিনা তাকে দিতো, সেই টাকা দিয়ে ফুলে ফেপে ওঠছিলো। এখন সেই অবৈধ টাকা আর পাচ্ছে না, তাই জয়ের বর্তমান অবস্থার এই দশা। যাইহোক সাংবাদিক ইলিয়াস হোসেইন যে হাসিনার অবস্থা দেখে খুবই মজা নিচ্ছে তা স্পষ্টও বোঝা যাচ্ছে। রাজধানীতে বিরল প্রজাতির চাঁদাবাজ!
তো দর্শক এবিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যও কমেন্ট করে জানান।
Hridoy Observer – ইসলামের কথা বলে। বিস্তারিত দেখেতে Hridoy Observer YouTube Channel Subscribe করুন।