
৫০ বছরের আকসা মসজিদ গুড়িয়ে দিলো মোদি!
৫০ বছরের আকসা মসজিদ গুড়িয়ে দিলো মোদি! ভারতে আকসা নামে ৫০ বছরের পুরোনো মসজিদ বুলডোজার চালিয়ে মুসলমানদের সামনেই ভাঙা হল। তবে কী নরেন্দ্র মোদি ভারতকে একক হিন্দু রাষ্ট্র করবার খেলা শুরু করে দিয়েছে।
কারণ এবিষয়ে অনেক খবর বেরিয়ে আসছে যা দেখে ঠিক এমনটাই মনে হচ্ছে। কারণ ছোট বাচ্চা পর্যন্ত এখন ছাড় পাচ্ছে না। ১৩ বছরের মুসলিম ছেলেকে তার সমবয়সী কিছু ছেলে জয় শ্রীম বলতে বাধ্য করাচ্ছে। জয় শ্রীরাম না বলাই তাকে কাচের বোতল দিয়ে আক্রমণ করেছে। তাহলে বোঝেন ঘৃণা কি আকারে ছড়িয়ে পরেছে ভারতে।
হিকমাহ ও মাহফিল, ইউটিউব ও ফেসবুকের বিকল্প?
প্রথমে বলি মসজিদ ভাঙা প্রসঙ্গে – ভারতে আকসা নামে ৫০ বছরেরও বেশি পুরনো একটি মসজিদ ভেঙে ফেলেছে মোদি সরকার। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ শহরে। মোদি সরকারের দাবি এই মসজিদ অবৈধ স্থানে নির্মাণ করা হয়েছিলো। তাই তার প্রসাশন এই মসজিদ অবৈধ ঘোষণা করে ভেঙে ফেলবার অনুমতি দিয়েছে। তারা চাই সরকারি জমিতে যেসব স্থাপনা আছে সেগুলো ভেঙে সরকারি জমি উদ্ধার করা।

কিন্তু এই বিষয়ে স্থানীয় মুসলিমেরা বলেন, ৫০ বছরেরও অধিক সময় ধরে এই মসজিদ রয়েছে তখন অবৈধ হলো না। এখন মোদি সরকারের আমলে এসে অবৈধ হয়ে গেলো। আসলে কদিন আগে ওয়াকফ আইনে পরিবর্তন এনে পরিকল্পিত ভাবে ইসলাম ধর্মের, ধর্মীয় স্থাপত্য গুলি ইচ্ছে করে ভেঙে ফেলছে মোদি প্রসাশন। ৫০ বছরের আকসা মসজিদ গুড়িয়ে দিলো মোদি!
বিশেষ করে মুসলমানদের ঘরবাড়ি যদি এমন সম্পত্তির ওপর থাকে। সেখানে আগে গিয়ে হিন্দুরা দখল করে নিচ্ছে। আর মসজিদ, মাদরাসা কবরস্থান ইত্যাদি জায়গায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। আসলে মোদির আসল লক্ষ্য হলো ভারত কে একটি একক হিন্দু রাষ্ট্রে রুপান্তর করা। যেখানে শুধু হিন্দুদের অধিকার থাকবে।
এতে মোদির লাভ কি? আসলে মোদি ক্ষমতায় আছে হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে। মোদি যদি ভারতে হিন্দুদের জন্য একক রাষ্ট্র গঠন করতে পারে তাহলে সে আজীবন ক্ষমতায় থাকতে পারবে। কারণ তিনি হিন্দুদের মাঝে এখন আর মানুষ নন তিনি এখন ইশ্বর। তিনি ভগবানের মনুষ্য রুপ।
জাতিসংঘ কেন ফিলিস্তিন সংকট মোকাবেলায় ব্যর্থ

আর একথা তিনি নিজে বলেছেন। ইতিমধ্যে ভারতে মোদির নামে মন্দির তৈরি হয়েছে। যেখানে তাকে পুঁজা করা হয়। তিনি বিভিন্নভাবে নিজেকে ভগবানের মনুষ্য রুপ হিসেবে তুলে ধরেন। জনপ্রিয় ইউটিউবার ধ্রুবো রাটির ভিডিও তে এসম্পর্কে স্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে। ৫০ বছরের আকসা মসজিদ গুড়িয়ে দিলো মোদি!
এদিকে একটি 13 বছর বয়সী মুসলিম ছেলেকে তারই সমবয়সী কিছু ছেলেদের দ্বারা আক্রমণের স্বীকার হয়েছে। আর এই ঘটনাটি নিশ্চিত করেছেন ভারতের মিডিয়া। মুসলিম ছেলেটিকে, ওই ছেলেগুলো জয় শ্রী রাম বলতে বাধ্য করে। কিন্তু সে একজন মুসলিম বলে জয় শ্রীরাম বলতে অস্বীকৃতি জানায়। অস্বীকৃতি জানালে তাদের মধ্যে একটি ছেলে কাচের বোতল ভেঙে তার উরুতে আঘাত করে। কাচের বোতলের আঘাতে ছেলেটি আহত হয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ, কানপুরে।

এবিষয়ে মুসলিম ছেলেটির পরিবার থানায় মামলা করেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু যতটুকু মনে হচ্ছে। তাদের কিছুিই হবে না। কারণ প্রথমত তারা হিন্দু দ্বিতীয় তো আক্রমণ করেছে নাবাল্লকেরা।
একবার ভেবে দেখেন, বড় মানুষ করলেও হত। এখন মুসলমানদের ওপর ধর্মীয় ঘৃণা হিন্দুদের ছোট বাচ্চাদের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পরেছে। এসব ছেলেরা যখন বড় হবে তখন কি করবে। যখন দেখবে মুসলমানদের ওপর আক্রমণ করলে কেউ কিছু বলবে না, তখন তো তারা আরো সাহস পাবে। ৫০ বছরের আকসা মসজিদ গুড়িয়ে দিলো মোদি!
এসব চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভারতের বর্তমান হিন্দু জনগণ মুসলমানদের সাথে কি করতে চলেছে। মোদি সরকার যদি ক্ষমতায় আরো ১০ বছর থাকে তাহলে এসব ১৩-১৫ বছরের ছেলেরা তখন ২৩-২৫ বছর বয়সের হবে। তখন তারা ভারতকে একটি একক হিন্দু রাষ্ট্র তৈরি করবার চেষ্টা করবে। যেখানে মুসলিমেরা হবে চরম নির্যাতিত।
Hridoy Observer – ইসলামের কথা বলে
আরো বিস্তারিত জানতে Hridoy Observer YouTube Channel অনুসরণ করুন। এখানে ক্লিক করুন