
হলির দিনে ইফতারের সময় মসজিদে হামলা

ইফতারে মসজিদে হামলা বর্তমানে ভারতে মসজিদে আক্রমণ করবার প্রতিযোগিতা চলছে। বিশেষ করে শুক্রবার যে হিন্দুদের হলি উৎসব হল। সেখানে ভারতের অনেক জায়গায় কোনো কারণ ছাড়াই মসজিদে ইটপাটকেল ছুঁড়ে মসজিদ ভেঙেছে উগ্র হিন্দুত্ববাদীরা। কিভাবে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, হামলা বেড়েই চলেছে। কিভাবে তারা আল্লাহর ঘর মসজিদে বিনা কারণে ভাঙচুর করছে।
তাই আপনি যদি মুসলিম হন তাহলে আপনার এই প্রতিবেদনটি টি সম্পুর্ণ পড়া উচিত। যাতে আপনি জানতে পারেন ভারতে মুসলমানদের ওপর কতটা অত্যাচার,নির্যাতন চালাচ্ছে মোদি সরকার। এদিকে শেখ হাসিনার আত্মীয় শেখ জুয়েল ভারতে গিয়ে হিন্দুতে রুপান্তরিত হয়েছে সে সম্পর্কেও জানাবো।
প্রথম ঘটনা। হলির সময় মদ খেয়ে মসজিদে হামলা। এই ঘটনাটি ঘটেছে ভারতের লুদিয়ানা পানজাবে। যেখানে দেখা যাচ্ছে হোলি উদযাপনের সময় পরিকল্পিতভাবে মসজিদে, হামলাকারী হিন্দু জনতা পাথর ও মদের বোতল ছুড়ে মারে।

ভাবেন কত পরিমান নিচ ও জঘন্য মনমানসিকতা পরিচয় দিয়েছে তারা। মদ খেয়ে মাতাল হয়ে ওই মদের বতল দিয়েই মসজিদের দিকে ছুড়ে মারছে। দেখে মনে হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় কার চিত্র। কিন্তু না কোনো কারণ ছাড়াই ভারতে মুসলমানদের ওপর অত্যাচারের দৃশ্য এটি।
স্থানীয় মুসল্লিরা বলছেন, নারী ও শিশুদের ঘরের মধ্যে মারধর করা হয়েছে। অর্থাৎ এই হামলা করবার সময় মুসলমানদের ঘরে ঢুকে নারি ও শিশুদের ওপর নির্যাতন করেছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। আর পুরুষদের কথা তো বাদই দিলাম। তাদের তো কথা বলার অবস্থা নাই।
ইফতারে মসজিদে হামলা: A Growing Concern
এবার এই ঘটনাটি শোনেন, যেখানে দেখা যাচ্ছে। উগ্র হিন্দুত্ববাদীরা ইফতারে সময় মসজিদে হামলা করেছে। যেখানে মুয়াজ্জিন ইফতার করে, সেখানে কোনো কারণ ছাড়াই তারা হামলা করে। মুয়াজ্জিন সাহেব সম্পুর্ণ ইফতার তাই শেষ করতে পারেনি। যখন ইফতার করতে বসেছে ঠিক তখন হামলা করেছে। আসলে এই ঘটনার স্থান টি একই সাথে মসজিদ ও মাদরাসা ছিলো তাই এতো ক্ষোভ উগ্র হিন্দুদের।
আর একটি ঘটনা ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার, মসজিদ হলির দিনে কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে বলে। কিন্তু তারপরও উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের সামনে এসে হলি খেলছে এবং মসজিদের দিকে রঙ ছুড়ছে সাথে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় স্লোগান দিচ্ছে।

এই তো বর্তমানে ভারতে মুসলমানদের অবস্থা। আর আমাদের আগের স্বৈরাচার সরকার এই ভারতের কতও না সুবিধা দিয়েছেন। না এটা আমি বলছি না। স্বৈরাচার হাসিনা নিজেই বলেছে। আমি ভারতের যা দিয়েছি তা ভারত কখনোো ভুলতে পারবে না। ঠিকই তাকে ভুলতে পারিনি। সে কেন তার পুরো দলই ভারতে রয়েছে। ইফতারে মসজিদে হামলা
এখন তো এমন খবরও বেরিয়ে আসছে যেখানে শুনা যাচ্ছে শেখ পরিবারের লোকজন ভারতে গিয়ে হিন্দুতে রুপান্তরিত হচ্ছে। যেমন শেখ পরিবারের শেখ জুয়েল। সে ভারতে গিয়ে ভারতের আধার কার্ড বানিয়েছে সেখানে তার নাম পিতামাতার নাম সব হিন্দু নাম দিয়েছে । এখন এই নিউজ সামনে আসার পর অনেকে বলছে। তারা মুসলিম কখন হলো তারা তো আজীবন হিন্দুই ছিলো। IF want Watch this Video Click here Hridoy Observer
তো দর্শক এসব বিষয় সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যও জানাবেন।