
এশিয়া কাপ ২০২৫ সর্বশেষ আপডেট!
এশিয়া কাপ ২০২৫ সর্বশেষ আপডেট! ভারতের নানা নাটকের পর অবশেষে ২০২৫ সালের ক্রিকেট এশিয়া কাপ মাঠে গড়াবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি রাজনৈতিক উত্তেজনার জন্য, ভারতের প্রতিনিধি ঢাকায় এসিসির বার্ষিক সভায় উপস্থিত হতে অনিহা প্রকাশ করে। কিন্তু শেষ পর্যন্ত ভারত সভা আটকাতে পারিনি।
ঢাকার সভায় এসিসির সভাপতি মহসিন নকভি সিদ্ধান্ত নেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে? কোন দেশে অনুষ্ঠিত হবে? সাথে সেই দেশের কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিটিং শেষে এক পোস্টে তিনি জানান,
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এশিয়া কাপের হোস্ট ছিলো ভারত। কিন্তু পাকিস্তান ভারতে যাবে না। এজন্য বাধ্য হয়ে ভারত থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিস্তিন থেকে ভাইরাল সর্বশেষ নিউজ!

এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া আইসিস চ্যাম্পিয়নস ট্রফি খেলা অনুষ্ঠিত হয়। কিন্তু পাকিস্তানে ভারতের টিম যেতে রাজি না হওয়ায়, ভারতের জন্য বিকল্প ভেনু দেওয়া হয়েছিলো। আর এজন্যও পাকিস্তান ভারতের উপর চটে যায়।
কারণ এর আগে ভারতে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ভারতে গিয়েছিলো। সেজন্য তারাও আশা করেছিল চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে আসবে কিন্তু ভারত তা করেনি। ভারত এবারও যেতে নিষেধ করে।
তখন ভারতের কাছে সম্পুর্ণ ক্ষমতা ছিলো। তাই তারা সেই ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে পাকিস্তানে খেলতে যায়নি। কিন্তু এবার পাকিস্তান সুযোগ পেয়ে ভারতের উপর তার প্রতিশোধ নিয়েছে। বর্তমানে এসিসির সভাপতি মহসিন নকভি এসিসির ( এশিয়া ক্রিকেট কাউন্সিলের) সভাপতি। সাথে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও সভাপতি।

বাংলাদেশ বনাম পাকিস্তান ৫৪ বছর পর কে এগিয়ে?
আর এই সুযোগ কে কাজে লাগিয়ে ভারত কে নাস্তানাবুদ করে ছাড়লো পাকিস্তান। আসলে এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হবার কথা ছিলো। আর পাকিস্তান ভারতে যাবে না বলে। মহসিন নকভি পুরো এশিয়া কাপই ভারত থেকে সরিয়ে দিয়েছে।
এখন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা বলছে। ভারত পাকিস্তানে আসেনি বলে শুধু ভারতের ম্যাচ বিকল্প ভেন্যুতে হয়েছে। কিন্তু আসর পাকিস্তানেই অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু এবার পাকিস্তান ভারতে যাবে না বলে। পাকিস্তান পুরো এশিয়া কাপই ভারত থেকে সরিয়ে নিয়েছে।
আর তা ভারত আগে থেকেই বুঝতে পেরেছিল। মহসিন নকভি এমন কিছুই করতে চলেছে। আর এজন্যও ঢাকায় অনুষ্ঠিত এসিসির সভায় তারা উপস্থিত হতে চাইনি। সাথে ভারত অন্য দেশ গুলোকেও হুমকি দিতে থাকে। ভারতের হুমকিতে এসিসির ২৭ মেম্বার দেশের মধ্যে। কয়েকটি দেশ ভারতের কথায় ঢাকার সভায় উপস্থিত হতে চাইনি।

তার মধ্যে অন্যতম হলো, শ্রীলংকা,নেপাল, আফগানিস্তান এবং ওমান সহ কয়েকটি দেশ। কিন্তু মহসিন নকভির বুদ্ধি মত্তাই ২২ থেকে ২৩ দেশ সভায় উপস্থিত হয়। যারফলে বাকি দেশ গুলোও সভায় যোগ দেয়। এজন্য রীতিমতো বাধ্য হয়ে ভারত, নেপাল অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ভারত থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৫ সালের এশিয়া কাপ। বিকল্প ভেন্যু হিসেবে প্রথম বাংলাদেশের নাম, শ্রীলংকার নাম সামনে আসলেও। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বল, চুড়ান্ত সিদ্ধান্ত হয়।
সংযুক্ত আরব আমিরাতের ডুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবি স্টেডিয়াম, এশিয়া কাপের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের ফাইনাল ২৮ সেপ্টেম্বর ডুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এবারের এশিয়া কাপ ২০২৫ মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর হলো বাংলাদেশ, পাকিস্তান, হংকং চীন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, আফগানিস্তান এবং শ্রীলংকা। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টি টুয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ ২০২৫।

এদিকে, ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত করা খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। কারণ হিসেবে তারা বলছেন – এমন বড় একটি আসর আরব আমিরাতে দিলে দর্শক হবে না।
কারণ, আরব আমিরাতে ক্রিকেট জনপ্রিয় নয়। এর আগে টি টুয়েন্টি বিশ্বকাপের মত আসরে তাই, দর্শক উপস্থিত কম ছিলো। এবার এশিয়া কাপেও এমনটা হতে পারে। যারফলে টিকিট সেল থেকে আয় কম হবে। টিভির পর্দায় খেলা দেখতে ভালো লাগবে না। কারণ দর্শকই খেলার প্রাণ।
এজন্য যদি, আরব আমিরাতের পরিবর্তে, বাংলাদেশ বা শ্রীলংকার মতন দেশে অনুষ্ঠিত হত। তাহলে এশিয়া কাপ আসর আরো জমে যেতো। যা আরব আমিরাতে হবে না।
Hridoy Observer – খেলার খবর।